যদিও আমরা প্রথমেই বলেছি যে, ওয়েবসাইটের তালিকা তৈরী করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু তবুও কিছু ওয়েবসাইটের নাম না দিয়ে পারা যাচ্ছে না। কৌতুহলোদ্দীপক এই ওয়েবসাইটগুলো যেকোন ধরনের কম্পিউটারের যেকোন অপারেটিং সিস্টেম থেকেই পড়া যায় - শুধু একটি ব্রাউজার থাকলেই হল। এই ওয়েবসাইটগুলো অনলাইনেই জ্যোতির্বিদ্যা চর্চার বিভিন্ন সুযোগ প্রদান করে।
কোন বিশেষ অবস্থানের আকাশ কখন মেঘমুক্ত আর কখন মেঘময় থাকবে তা একনজরে প্রদর্শন করে ক্লিয়ার স্কাই পরিবেশিত ঘড়ি
সিমবাদ একটি জ্যোতির্বিদ্যাবিষয়ক ডাটাবেস যা সৌরজগত্ বহির্ভূত বিভিন্ন খ-বস্তু সম্পর্কিত প্রাথমিক তথ্য, পরস্পর সম্পর্কিত সনাক্তকরণ (Cross-identification) ও গ্রন্থসূত্র প্রদান করে।