আজকাল অনেকেই জ্যোতির্বিদ্যা চর্চায় ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ন্ত্রণে লিনাক্স ব্যবহার করছেন। এ ধরনের ব্যবহারকারীদের মধ্যে যেমন সৌখিন জ্যোতির্বিদগণ রয়েছেন, তেমনি রয়েছে পেশাদার মানমন্দিরগুলোও।
KTelescope হল Meade এর LX200 ভিত্তিক টেলিস্কোপ নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি লাইব্রেরী।
XEphem টেলিস্কোপ নিয়ন্ত্রণকারী ডেমো প্রসেসের সাথে যোগাযোগ ও সমন্বয় রক্ষা করতে পারে।
অ্যাপোগী ইনস্ট্রুমেন্ট্স ইঙ্ক তাদের পেশাদারী CCD ক্যামেরাগুলো লিনাক্স থেকে নিয়ন্ত্রণের সুবিধা দেয়।
লিনাক্সের জন্য ডিভাইস ড্রাইভারসহ CCD ক্যামেরা ও ফিল্টার চক্র প্রস্তুত করে থাকে ফিঙ্গার লেকস্ ইনস্ট্রুমেন্টেশন
SBIG তাদের ST7 ও ST8 মডেলের CCD ক্যামেরাগুলো লিনাক্স থেকে চালানোর ব্যাপারে কিছু সহায়তা প্রদান করে।
লিনাক্সভিত্তিক CCD জ্যোতির্বিদ্যারন্ক ওয়েবপেজগুলোতে CCD ক্যামেরা ব্যবহার, চিত্র গ্রহণ ও প্রসেস করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।
Gccd একটি গুহ্নোম (GNOME) ভিত্তিক প্রোগ্রাম যা CCD ক্যামেরা ও ফিল্টার চক্র নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।