এখানে লিনাক্সভিত্তিক জ্যোতির্বিদ্যা সংক্রান্ত সফটওয়ারের কিছু সংগ্রহ ও তালিকার উল্লেখ করা হল।
লিনাক্সভিত্তিক বিজ্ঞানবিষয়ক অ্যাপলিকেশন ( SAL), পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা
অ্যাস্ট্রোমেক একটি ইউটিলিটি যা বহুল ব্যবহৃত কিছু জ্যোতির্বিদ্যা বিষয়ক প্যাকেজের (বাইনারি সংস্করণ) ইনস্টলেশন প্রক্রিয়া সহজ করে তোলে।
লিনাক্সঅ্যাস্ট্রো মেইলিং লিস্ট কর্তৃক অ্যাপলিকেশন ও প্যাকেজ সফটওয়ারের একটি তালিকা সংরক্ষণ করা হয়। এ ব্যাপারে আরো জানতে চাইলে দেখুন লিনাক্সঅ্যাস্ট্রো
পূর্বের লিঙ্কগুলো যদি আপনার কাজের জন্য যথেষ্ট না হয় তবে এগুলো হয়তো সাহায্য করবেঃ
প্রকৃতি ও মনুষ্যনির্মিত বিভিন্ন খ-বস্তু খুজে পাওয়ার জন্য ব্যবহৃত কিছু লিনাক্সভিত্তিক সফটওয়ারের বর্ণনা দেয়া হল।
XEphem হল গত ১৫ বছর যাবত্ আমাদের একজনের (ডৌনী) শখের বশে তৈরী করা একটি প্রজেক্ট। সময়ের সাথে সাথে আকাশের এফিমেরিড্স গণনা করার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত দক্ষ ও সহজ ব্যবহারযোগ্য হাতিয়ারে পরিণত হয়েছে।
XSky তৈরী করেছেন টেরী আর. ফ্রেইডরিকসেন, <terry@venus.sunquest.com> । XSky একটি সহজ ব্যবহারযোগ্য খ-মানচিত্র।
KStars হল KDE প্রজেক্টের জন্য তৈরি করা একটি ডেস্কটপ প্ল্যানেটোরিয়াম সফটওয়ার।
Skymap একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত মানচিত্র তৈরীর প্রোগ্রাম যা ইউনিক্স ওয়ার্কস্টেশনে চালানোর জন্য সি ও ফোরট্র্যান ভাষায় লেখা হয়েছে। স্মিথসোনিয়ান অ্যাস্ট্রোফিজিক্যাল অবজারভেটরি ডাটা সেন্টারে কর্মরত ডউগ মিঙ্ক এটি তৈরী করেছেন।
Xplns প্রোগ্রামটি এক্স উইন্ডো সিস্টেমের পর্দায় অবিকল তারাময় আকাশ ফুটিয়ে তোলে।
NIghtfall নামের এই জ্যোতির্বিদ্যা বিষয়ক অ্যাপলিকেশনটিতে শিক্ষা ও বিজ্ঞানের সাথে বিনোদনের চমত্কার সমন্বয় ঘটানো হয়েছে। এটি জোড়াতারার গ্রহণকালীন অ্যানিমেটেড চিত্র তৈরী করতে পারে, পারে সিনথেটিক লাইটকার্ভ ও রেডিয়াল ভেলোসিটি কার্ভ হিসাব করতে - এবং এসবের ওপর ভিত্তি করে গ্রহণকালীন জোড়াতারার পর্যবেক্ষণ লব্ধ তথ্যের ভিত্তিতে বেস্টফিট মডেল তৈরী করতে।
NOVA সফটওয়ারটি জ্যোতির্বিদদের জন্য একটি সমন্বিত পর্যবেক্ষণ ব্যবস্থা আর এটি পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে।
হাতের তালুতে বহনযোগ্য কম্পিউটারের আধিপত্য দিন দিন বাড়ছে। আর এ ধরনের কম্পিউটারের জগতেও প্রবেশ করেছে লিন্যাক্স।
শার্প জরুস পিডিএ'র জন্য ক্লিয়ার স্কাই ইনস্টিটিউট তৈরি করেছে ব্যক্তিগত খ-মানচিত্র.
এই প্রোগ্রামগুলো নিজেদের সিমুলেটর বলে দাবী করে।
Celestia মহাশূন্যের রিয়েলটাইম সিমুলেশন প্রদর্শন করে। উইন্ডোস ও ইউনিক্স (লিনাক্স) উভয় অপারেটিং সিস্টেমেই প্রোগ্রামটি চালানো যায়।
OpenUniverse সৌরজগতের বস্তুসমূহের ত্রিমাত্রিক সিমুলেশন প্রদর্শন করে। এই প্রোগ্রামটি উইন্ডোস ও লিনাক্স অপারেটিং সিস্টেমে চালানো যায়।
জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি (AIPS) হল পেশাদার জ্যোতির্বিদদের ব্যবহৃত একটি অত্যন্ত শক্তিশালী সফটওয়ার। এটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য দেখুন AIPS++, তবে লক্ষণীয় যে AIPS ক্লাসিক নামেও একটি সফটওয়ার আছে এবং তা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়।
সকল কাজের কাজী গনুহ (GNU) চিত্র প্রক্রিয়াকারক প্রোগ্রাম (GIMP) যেকোন ধরনের চিত্র নিয়ে কাজ করার জন্যই একটি চমত্কার প্রোগ্রাম আর একথা জ্যোতির্বিজ্ঞান বিষয়ক চিত্রের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।
বিস্ময়কর ব্যাপার হল, শুধুমাত্র চাঁদ ও সূর্য নিয়ে কাজ করার জন্যই রয়েছে অনেকগুলো অ্যাপলিকেশন।
wmMoonClock মোটামুটি নিখুঁতভাবে চাঁদের এফিমেরিস দেখায়। এছাড়া এই ওয়েবসাইটটিতে আরো কিছু চমত্কার সফটওয়ার রয়েছে।
XVMoontool তাত্ক্ষণিকভাবে (Real time) চাঁদ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শন করে।
XTide একটি হারমোনিক জোয়ার-ভাটা সংক্রান্ত ঘড়ি। তাছাড়া এটি জোয়ার-ভাটার ওপর ভবিষ্যত্বাণীও করতে পারে।
এই পরিচ্ছেদে এমন কিছু লাইব্রেরী সফটওয়ারে আলোচনা করে হল যা জ্যোতির্বিদ্যা বিষয়ক অন্যান্য সফটওয়ার তৈরীতে ব্যবহার করা যায়।
SLALIB হল স্টারলিঙ্ক প্রজেক্টের একটি অংশ যা জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনার জন্য তৈরী করা বিভিন্ন সাবরুটিনের একটি পরিপূর্ণ লাইব্রেরী সমারোহ।
অ্যাস্ট্রোফিজিক্স সোর্সকোড লাইব্রেরী জ্যোতিপদার্থর্বিদ্যার গাণিতিক প্রক্রিয়া সংক্রান্ত কিছু মডেলের তালিকা।
লিনাক্সভিত্তিক CCD জ্যোতির্বিদ্যা SBIG ক্যামেরা নিয়ন্ত্রণে ব্যবহৃত কিছু রুটিনের একটি লাইব্রেরী।
জি, গেম্সও আছে।
Orbit নামের উইন্ডোস ও লিনাক্সে চলতে সক্ষম এই গেম্সটিতে আপনি হয়ে উঠতে পারবেন মহাকাশের এক জঙ্গী পাইলট।
প্রত্যেক তালিকাতেই 'অন্যান্য' নামে একটি পরিচ্ছেদ থাকে আর এই লেখাটিও তার ব্যতিক্রম নয়। তাই এখন সফটওয়ারের 'বিবিধ' তালিকাটি দেয়া হল।
IRAF একটি বিশাল কিন্তু প্রচন্ড ক্ষমতাশালী জ্যোতির্বিদ্যা বিশ্লেষণী ব্যবস্থা, গত ২০ বছর যাবত্ যার তৈরী ও উন্নয়ন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন NOAO'র প্রাক্তন কর্মী ডৌগ টেডি। জ্যোতির্বিদ্যার বিভিন্ন শাখায় তথ্য বিশ্লেষণে নিবেদিত নেতৃস্থানীয় জ্যোতির্বিদগণের অসংখ্য গুরুত্বপূর্ণ অবদানে এটি পরিপূর্ণ। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে যদি আপনি প্রচন্ড আগ্রহী হন ও প্রচুর সময় ব্যয় করে থাকেন, তবে এই সফটওয়ারটি ব্যবহার করে আপনি খুবই উপকৃত হবেন।
গ্হগ্রহণরত জোড়াতারা বিষয়ক প্রোগ্রাম Nightfall
Xplanet পৃথিবী, চাঁদ ও অন্যান্য গ্রহের অত্যন্ত বাস্তব চিত্র প্রদর্শন করে। এটি চালাতে এক্স উইন্ডো ও ওপেনজিএল প্রয়োজন।
Starplot একটি ত্রিমাত্রিক তারাচিত্র প্রদর্শক। C++ ভাষায় লেখা এই প্রোগ্রামটি চালাতে Gtk+ প্রয়োজন।