প্রতিবছর অনুষ্ঠিত Astronomical Data Analysis Software and System বা সংক্ষপে ADASS, সম্মেলনটি জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে ব্যবহৃত কম্পিউটার অ্যালগোরিদম, সফটওয়ার ও অপারেটিং সিস্টেমের ওপর কর্মরত বিজ্ঞানী ও কম্পিউটার বিশেষজ্ঞদের একটি চমত্কার মিলনস্থল। এতে বিভিন্ন আলোচনা, গবেষণামূলক প্রবন্ধপাঠ, পোস্টার প্রদর্শনী, সফটওয়ার ব্যবহারকারী ও বিশেষ বিশেষ ক্ষেত্রে আগ্রহীদের জন্য আলোচনাচক্র (‘BOFs’) অনুষ্ঠিত হয়। এসব কিছুর লক্ষ্য হল সফটওয়ার বিশেষজ্ঞ ও ব্যবহারকারীদের মধ্যে মত বিনিময়ের সুযোগ করে দেয়ার মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানবিষয়ক সফটওয়ারের উন্নয়ন প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করা।
লিনাক্সঅ্যাস্ট্রো মেইলিং লিস্ট, <linuxastro@majordomo.cv.nrao.edu> হল তাদের জন্য যারা জ্যোতির্বিদ্যাবিষয়ক বিভিন্ন সফটওয়ারকে লিনাক্সে পোর্ট করতে চান। এসম্পর্কে আরো জানতে চাইলে দেখুন লিনাক্সঅ্যাস্ট্রো