লিনাক্স অ্যাস্ট্রোনমি হাওটু

এলউড ডৌনী

জন হাগিন্‌স

ভাষান্তর: প্রজ্ঞা

২০০৩-০৬-০৫

পরিবর্ধন ও পরিবর্তন তালিকা
পরিবর্তন ১.০২০০৩-০৬-০৫প্র
মূল প্রবন্ধের ১.৪৪ সংস্করণের বঙ্গানুবাদ

সারসংক্ষেপ

এই প্রবন্ধে লিনাক্স ব্যবহার করে জ্যোতির্বিদ্যা চর্চার ওপর বিভিন্ন তথ্য ও টিপ্‌স দেয়া হয়েছে।


সূচিপত্র

প্রারম্ভিক
পূর্বেই যা জানা থাকতে হবে
পরিধি
সংস্করণ
কপিরাইট
বিবিধ স্বীকৃতি
অনুবাদ
লেখক পরিচিতি
সফটওয়ার
সফটওয়ার সংগ্রহ
প্ল্যানেটোরিয়াম সফটওয়ার
ক্ষুদ্র ও বহনযোগ্য কম্পিউটারের জন্য অ্যাপলিকেশন
সিমুলেটর
চিত্র প্রক্রিয়াকরণ
চাঁন-সুরুজ
সফটওয়ার তৈরীর লাইব্রেরী
গেম্‌স
অন্যান্য
অনলাইন জ্যোতির্বিদ্যা চর্চা
বহুল প্রচলিত ফর্ম ব্যবহারকারী ওয়েবপেজ
জাভা অ্যাপলেট
ওয়েবে ছড়িয়ে থাকা জ্যোতির্বিদ্যাবিষয়ক চিত্রাবলী
চিত্রতালিকা
সাংগঠনিক কার্যক্রম
যন্ত্রপাতি নিয়ন্ত্রণ
টেলিস্কোপ নিয়ন্ত্রণ
CCD ক্যামেরা নিয়ন্ত্রণ
সহজ সফটওয়ার ইনস্টলেশন
যেসব জ্যোতির্বিদ্যা প্রকল্পে লিনাক্স ব্যবহৃত হচ্ছে

প্রারম্ভিক

পূর্বেই যা জানা থাকতে হবে

বিভিন্ন বৃহত্‍ লিনাক্স ডিস্ট্রিবিউশন, যেমন সুসে, রেডহ্যাট ও অন্যান্যদের কল্যাণে লিনাক্স ব্যবহার করা দিন দিন সহজ হয়ে উঠছে। কিন্তু তারপরও লিনাক্স ব্যবহার করে সর্বোচ্চ সুবিধা পেতে হলে ইউনিক্স সম্পর্কিত প্রাথমিক জ্ঞান থাকা উচিত্‍। তাই ধরে নেয়া হচ্ছে যে, এই হাওটুর পাঠকবৃন্দের অন্তত ইউনিক্স সিস্টেম ব্যবহারের প্রাথমিক জ্ঞান ও প্রোগ্রাম কম্পাইল করে ইনস্টল করার অভিজ্ঞতা রয়েছে।

বিগত বছরগুলোতে তথ্যের যেসব উত্‍স থেকে আমরা উপকৃত হয়েছি, তার কতগুলো হলঃ

  • A Practical Guide to the UNIX System, মার্ক জি সোবেল

  • Advanced Programming in the UNIX Environment, প্রয়াত ডব্লিউ. রিচার্ড স্টিভেন্‌স

  • Running Linux, ম্যাট ওয়েল্‌স ও অন্যান্য

  • Linux Device Drivers, আলেজান্দ্রো রুবিনি

বলে রাখা ভাল যে, এই লেখাটি জ্যোতির্বিদ্যার মূলতত্ত্ব কিংবা জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত যন্ত্রপাতি সংক্রান্ত কোন অনুশীলনী বা তথ্যসূত্র নয়। বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলোর মধ্যে জ্যোতির্বিদ্যাই সম্ভবত প্রধানতম, কারণ সমগ্র বিশ্বকে জানার প্রচন্ড আকাক্ষায় এই বিষয়টি চর্চা করতে গিয়ে বিজ্ঞানের প্রায় পরস্পর সম্পর্কহীন বিভিন্ন বিষয়গুলোকে যেভাবে ব্যবহার করা হয়, তা সত্যিই অসাধারণ। জ্যোতির্বিদ্যার প্রতি মানুষের আগ্রহগ্ড়তাই তাকে বিভিন্ন পথে চালিত করে। আমাদের ব্যবহৃত তথ্যসূত্রগুলোর কয়েকটি হলঃ

  • Explanatory Supplement to the Astronomical Almanac, পি. কেনেথ সেইডেলম্যান

  • Astronomy with your Personal Computer, পিটার ডফ-স্মীথ

  • Astronomy on the Personal Computer, অলিভার মন্টেনব্রক ও অন্যান্য

  • Textbook on Spherical Astronomy, ডব্লিউ. এম. স্মার্ট

  • The Astronomy and Astrophysics Encyclopedia, স্টিফেন পি. মারান কতৃক সম্পাদিত

পরিধি

যেসব লিনাক্সভিত্তিক অ্যাপলিকেশন কোন না কোন ভাবে জ্যোতির্বিদ্যা চর্চায় ব্যবহৃত হতে পারে, লেখকবৃন্দ মূলতঃ এই হাওটুর ক্ষেত্র হিসেবে তার তালিকাকেই নির্ধারণ করেছেন। ওয়েবেপ্প্তপ্রাপ্ত জ্যোতির্বিদ্যা সংক্রান্ত সকল তথ্যসূত্রকে তালিকাভুক্ত করা কখনোই আমাদের উদ্দেশ্য নয়। আমরা নিজেরা জ্যোতির্বিদ্যাস্থ মৌলিক বিজ্ঞান অপেক্ষা তার প্রযুক্তিগত দিকটির প্রতিই বেশি আগ্রহী আর তাই জ্যোতির্বিদ্যার অন্যান্য ক্ষেত্রে লিনাক্সভিত্তিক সফটওয়ারের অবদান সম্পর্কে যারা অবহিত, এই লেখার কলেবর বৃদ্ধিতে তাদের অবদানকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই। এজন্যন্জঅনুগ্রহ করে আমাদের পূর্বোক্ত ঠিকানায় যোগাযোগ করুন।

সংস্করণ

এই লেখাটির সর্বশেষ সংস্করণ অ্যাস্ট্রোনমি হাওটু হিসেবে সবসময়ই অ্যাস্ট্রোনমি নেটে পাওয়া যাবে। হাওটুর ব্যাপারে আমরা সাগ্রহে আপনার পরামর্শ গ্রহণ করবো। পরামর্শ থাকলে তা অ্যাস্ট্রোনমি হাওটুর সম্পাদকের নিকট প্রেরণ করুন।

কপিরাইট

এলউড ডৌনী ও জন হাগিন্‌স কর্তৃক কপিরাইট ২০০০-২০০৩ সংরক্ষিত। লেখাটি বিতরণের জন্য LDP (লিন্যাক্স ডকুমেন্টেশন প্রজেক্ট) লাইসেন্সে উল্লেখিত শর্ত মেনে চলতে হবে। তাছাড়া লেখকবৃন্দের অনুমতি ব্যতীত বিতরণের পূর্বে কোন অবস্থাতেই লেখাটিকে পরিবর্তন করা যাবে না।

কাগজ বা ইলেকট্রনিক মাধ্যমে অবিকৃত কপি তৈরী বা বিতরণের জন্য লেখকবৃন্দের অনুমতির প্রয়োজন নেই। অনুবাদকের নাম উল্লেখ করা হলে অনুবাদের ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য এবং এজন্য লেখকবৃন্দের সুনির্দিষ্টষ্তকোন অনুমতির প্রয়োজন নেই। বাণিজ্যিক উদ্দেশ্যে পুনঃবিতরণের অনুমতিও দেয়া হচ্ছে এবং বিশেষভাবে উত্‍সাহিত করা হচ্ছে; তবে এরূপ বিতরণের ক্ষেত্রে লেখকবৃন্দকে জানাতে হবে। এই লেখার অংশ বিশেষ অন্যান্য প্রবন্ধে কোন অনুমতি ছাড়াই ব্যবহার করা যাবে; তবে এক্ষেত্রে মূলকপি অথবা মূলকপির কোন পয়েন্টারের উল্লেখ থাকতে হবে।

এই কপিরাইট ও অনুমতিসূচক বিজ্ঞপ্তি প্রতিটি কপিতে সংরক্ষণ করা সাপেক্ষে হাওটুটির অবিকৃত কপি তৈরী ও বিতরণের অনুমতি প্রদান করা হল।

সংক্ষেপে বলতে গেলে, এই হাওটুতে উল্লেখিত তথ্যসমূহকে সর্বোচ্চ সংখ্যক মাধ্যমে ছড়িয়ে দেয়াই আমাদের উদ্দেশ্য। তবে হাওটুটির কপিরাইট অধিকার আমরা রাখতে চাই এবং এটি বিতরণের কোন পরিকল্পনা থাকলে তা আমাদেরকে জানালে আমরা আনন্দিত হবো।

বিবিধ স্বীকৃতি

জ্যোতির্বিদ্যা হাওটুর কাজে বিভিন্ন তথ্য দিয়ে যারা আমাদের সাহায্য করেছেন ও করবেন, এখানে আমরা তাঁদের কাছে আমাদের ঋণস্বীকার করছি।

  • মূল ইংরেজি হাওটুর কাঠামোকে পুরনো লিনাক্সডক (Linuxdoc) থেকে ডকবুক (Docbook) এ পরিবর্তন করে আমাদের সাহায্য করেছে প্রজ্ঞা

অনুবাদ

জ্যোতির্বিদ্যা যেহেতু বহুলাংশেই একটি আন্তর্জাতিক উদ্যোগ, তাই যেকোন ভাষায় হাওটুর অনুবাদকে আমরা স্বাগত জানাই। তবে অনুবাদের ক্ষেত্রে আমরা নিম্নোক্ত শর্তাবলী মেনে চলার অনুরোধ জানাচ্ছি:

  • যদি আপনি এই হাওটুর একজন অনুবাদক হন, তবে উপরোক্ত ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করুন যেন আমরা আপনাকে যথার্থ কৃতিত্ব দিতে পারি। এতে পাঠকবৃন্দ তাত্‍ক্ষণিকভাবে অনুবাদটির অস্তিত্ব ও অবস্থান সম্পর্কে জানতে পারবে।

  • অনুবাদের পূর্বে জ্যোতির্বিদ্যা হাওটুর প্রধান সাইট অ্যাস্ট্রোনমি নেট থেকে হাওটুর একটি সর্বশেষ কপি সংগ্রহ করুন।

নিম্নোক্ত ব্যক্তিবর্গকে তাঁদের অনুবাদকর্মের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি:

লেখক পরিচিতি

এলউড ডৌনী বিভিন্ন জ্যোতির্বিদ্যা সংক্রান্ত প্রকল্পে সফটওয়ার প্রকৌশলী হিসেবে প্রায় বিশ বছরের অধিক কাজ করেছেন। তাঁর সম্পর্কে আরো জানতে পারবেন ক্লিয়ার স্কাই ইনস্টিটিউট থেকে

জন হাগিনসের হার্ডওয়ার প্রকৌশলের ওপর অভিজ্ঞতা এগার বছরের এবং এর ভেতর আট বছর তিনি একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত প্রকল্পে জড়িত ছিলেন। জন সম্পর্কে আরো জানতে চাইলে তাঁর ওয়েবসাইট দেখুন